Friday, 26 January 2018

পেয়ারা সম্পর্কে কিছু তথ্য জেনে রাখুনঃ


কাঁচা পেয়ারা,herbalplant-news.blogspot.com

কাঁচা পেয়ারা খা্ওয়র উপকারিতা:

১। কাঁচা পেয়ারা হৃদ রোগের উপকার করে।

২।কাঁচা পেয়ারা লবন দিয়ে খান কাশের জন্য ভাল উপকার হবে।

৩। কাঁচা পেয়ারা রক্ত বর্ধক।

৪।পেয়ারা বাত , পিত্ত ও কফ নাশক।

৫। শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অত্যন্ত উপকারী।

৬।যাদের হাতে পায়ে জ্বালা, কাঁচা পেয়ারায় উপকার পাবেন।

৭।পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায় উপকার।

৮।তুলশি গিলই এবং পেয়ারা পাতা সেদ্ধ জল জ্বরের জন্য অত্যন্ত উপকারী।

৯।কাঁচা পেয়ারা আনন্দ দায়ক।

১০।নেশা মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা সেদ্ধ জল খাওয়ান।

No comments:

Post a Comment

বাসক পাতার উপকারিতা

বাসক বোটানিকাল নাম:  Adhatoda vasica পরিবার:  Acanthaceae ব্যবহৃত অংশ: পাতা ,  শিকড় ,  ফুল ও বাকল বাসক পাতার মধ্যে  Quinazoline ...